এক নজরে ১২ নং সংগলশী ইউনিয়ন,নীলফামারী জেলা শহর থেকে দক্ষিন দিকে প্রায় ১১ কিঃ মিঃ দুরে ২২.৪২ বর্গ কিঃ মিঃ আয়তন বিশিষ্ট এ ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পূর্বে চড়াইখোলা ইউনিয়ন, দক্ষিনে বোতলা গাড়ী ইউনিয়ন, পশ্চিমে সোনারায় ইউনিয়ন এবং উত্তরে সোনারায় ও চড়াইখোলা ইউনিয়ন অবস্থিত। বৃহৎ মাপের উত্তরা ইপিজেড সহ আরও অনেক কল-কারখানা চালু হওয়ায় এলাকার সহজ সরল মানুষের জীবিকা নির্বাহে অনেকটা স্বাচ্ছন্দ ফিরে এসেছে। ক) নাম – ১২ নং সংগলশী ইউনিয়ন পরিষদ। খ) আয়তন – ২২.৪২ (বর্গ কিঃ মিঃ) গ) লোকসংখ্যা – ২৪,৯৩৫ জন (প্রায়) ঘ) গ্রামের সংখ্যা – ০৯ টি। ঙ) মৌজার সংখ্যা – ০৯ টি। চ) হাট/বাজার সংখ্যা - ০৪ টি। ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা/বাস। জ) শিক্ষার হার – ৬৫%। সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৬ টি, বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- -টি, উচ্চ বিদ্যালয়ঃ ০২ টি, মাদ্রাসা- ০১ টি। ঝ) দায়িত্বরত চেয়ারম্যান – জনাব, কাজী মোস্তাীফজার রহমান ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান-- টি। ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই। ঠ) নতুন ইউপি ভবন স্থাপন কাল – ১৯৯২ ইং। ড) নব গঠিত পরিষদের বিবরণ – ১) শপথ গ্রহণের তারিখ – ০৪/০৮/২০১১ইং ২) প্রথম সভার তারিখ – ০৭/০৮/২০১১ ইং ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ২০১৬ ইং ঢ) গ্রাম সমূহের নাম – বড় সংগলশী ছোট সংগলশী বড় এলংমারী ছোট এলংমারী দক্ষিন বালাপাড়া মুশরত কুখাপাড়া কাদিকোল সূবর্ণখুলী দিঘলডাঙ্গী ণ) ইউনিয়ন পরিষদ জনবল – ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন। ২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন। ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ১০ জন।